তন্দ্র আচ্ছন্ন চোখের ভাষা

November 28, 2016
আমি তাকে দেখেছি দুরপাল্লার কোনো এক ট্রেনে। চলেছিল সুখের সন্ধানে আমারই অজানা কোনো গন্তব্যে। যদিও বা পথ ছিল দুর্গম, বহু মানুষের ভীড়, অবরুদ্ধ বাতাস, প্রায় তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কমল হৃদয়ের মানুষটি পরিনিত হয়েছিল যান্ত্রিক মানবে, শুধু দৌড় আর দৌড়, ছিল না তার ভাবনার কোনো অবকাশ। হাজার ব্যস্ততার মাঝে হাবুডুবু খাওয়া সেই পথিক, যখন ক্লান্ত দেহে তার দুচোখে আধার নেমে আসে, তখন দাবী একটাই নিরাপদ কোনো আশ্রয়, যেখানে পূর্ণ শান্তি অবস্থান করে।

Share this

Related Posts

  • ভয় ও আশা পোষণ, আমাকে তার কাছে অধিক প্রিয় করেছে। সর্ব বিষয়ে আর দুই চার জন মানুষের মত আমিও সাহসী ছিলাম। শালীনতার সীমা ছাড়িয়ে অশ্বীলতা, ভদ্রতাকে উপেক্ষা করে অভদ্রতা, আ
  • ছোট্র একটি প্রশ্ন ? জীবনের একটি দুইটি পা করে পথ চলতে চলতে আজ তো প্রায় গোধূলি লগ্নে পৌঁছালে। শৈশবের স্মৃতি গুলি কি আজও তোমার মনে পড়ে। সেই
  • স্মৃতির আপডেট  তখন রাত দুইটা, হাওড়া গামী পুরুলিয়া এক্সপ্রেসটি সাঁতরাগাছি স্টেশনে থেমেছে। ভারী বৃষ্টির কারনে হাওড়াতে পৌঁছাতে প
  • জীবন সে এক লৌহ মানব জীবনের গুরুত্ব যদি বুঝতে চাও, তাহলে কামারের অস্ত্র তৈরি করার নমুনা দেখো। সে একটি লোহার খণ্ডকে অাগুনের ভিতর দিয়ে উ
Previous
Next Post »

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng