কি লিখবো আজ হারিয়েছি ভাষা,
জীবনেরই সন্ধানে চোখেতে নেমেছে ধোঁয়াশা,
পথ হারা পথিক আমি চড়েছি জীবন রথে,
চলেছি ভাই চলেছি অজানারই গন্তব্যে,
সাথী নেই যে আমার কে দেবে সাথ ?
কি হবে কি হবে আমার অদূর ভবিষ্যৎ ?
জীবন চলেছে তাই জীবনেরই পথে,
আমি চলেছি ভাই দিশাহীন রথে,
রসদ নেই যে আমার হারিয়েছি কাল,
ভাই শক্তি আর সাহস এই আমার শেষ সম্বল।
জীবনেরই সন্ধানে চোখেতে নেমেছে ধোঁয়াশা,
পথ হারা পথিক আমি চড়েছি জীবন রথে,
চলেছি ভাই চলেছি অজানারই গন্তব্যে,
সাথী নেই যে আমার কে দেবে সাথ ?
কি হবে কি হবে আমার অদূর ভবিষ্যৎ ?
জীবন চলেছে তাই জীবনেরই পথে,
আমি চলেছি ভাই দিশাহীন রথে,
রসদ নেই যে আমার হারিয়েছি কাল,
ভাই শক্তি আর সাহস এই আমার শেষ সম্বল।
EmoticonEmoticon