দিশাহীন পথিক

November 28, 2016
কি লিখবো আজ হারিয়েছি ভাষা,
জীবনেরই সন্ধানে চোখেতে নেমেছে ধোঁয়াশা,
পথ হারা পথিক আমি চড়েছি জীবন রথে,
চলেছি ভাই চলেছি অজানারই গন্তব্যে,
সাথী নেই যে আমার কে দেবে সাথ ?
কি হবে কি হবে আমার অদূর ভবিষ্যৎ ?
জীবন চলেছে তাই জীবনেরই পথে,
আমি চলেছি ভাই দিশাহীন রথে,
রসদ নেই যে আমার হারিয়েছি কাল,
ভাই শক্তি আর সাহস এই আমার শেষ সম্বল।

Share this

Related Posts

  • হারানো স্রোত বাবু নিদ্রা হইতে জাগিয়া কহে, ভাত দে মা, পড়িতে যামু গায়ের ঐ পাঠশালাতে, মা নে কহে ভাত নাই ঘরে, পুছ তোর বাপুরে, বাপু নে
  • লুণ্ঠিত আমি আজ বলবো নাম না জানা, কোনো এক ফুলের কথা, যে মাটির বুকেতে গেড়েছিল, জীবনের শত স্বপ্ন আশা, প্রকৃতির দয়াতে উঠেছিল বেড়ে, র

EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng