আজ বলবো নাম না জানা,
কোনো এক ফুলের কথা,
যে মাটির বুকেতে গেড়েছিল,
জীবনের শত স্বপ্ন আশা,
প্রকৃতির দয়াতে উঠেছিল বেড়ে,
রবির আলোতে মিঠেছিল তার খিদে,
পবনের ছোঁয়াতে নিয়েছিল শ্বাস,
জীবনে পূর্ণতা পাবে এ ছিল বিশ্বাস,
একদিন সেই বৃক্ষে যৌবন আসিল,
ফুলের কুঁড়ি গুলি তারার মত ফুটিল,
ধীরে ধীরে পূর্ণতা পেল সে,
সৌরভে সৌন্দর্যে দিল মেলে,
.
পরশি বাগানেতে ছিলন এক সখী,
তার মত উঠেছিল বেড়ে দিবানিশি,
যৌবনে কুঁড়ি হয়ে প্রকাশিত হলে,
কোন এক প্রেত্মার আছর হয় যে তারপরে,
সহজ সরল হৃদয়ের পাইয়া,
সে উঠাইল নিজ ফায়দা,
ভাল লাগার নাম বলে,
মাটির জল যে নিল শুষে,
তৃষ্ণিত বক্ষে ছিল আহাজারি চিৎকার,
কভু দেয় না দোলা হৃদয় কর্ণে তার,
নিজ জীবন আলোকিত করতে,
সূর্যের আলো সে দিল ঢেকে,
সন্ত্রস্ত চোখে নেমে এলো তার আধার,
কেউ আসেনি তাকে একটু বাঁচাবার,
আনন্দ দেবার ছলে সে কেড়ে নিল বাতাস,
তাই আজ কুড়িতে হয়েছে তার সর্বনাশ।
কোনো এক ফুলের কথা,
যে মাটির বুকেতে গেড়েছিল,
জীবনের শত স্বপ্ন আশা,
প্রকৃতির দয়াতে উঠেছিল বেড়ে,
রবির আলোতে মিঠেছিল তার খিদে,
পবনের ছোঁয়াতে নিয়েছিল শ্বাস,
জীবনে পূর্ণতা পাবে এ ছিল বিশ্বাস,
একদিন সেই বৃক্ষে যৌবন আসিল,
ফুলের কুঁড়ি গুলি তারার মত ফুটিল,
ধীরে ধীরে পূর্ণতা পেল সে,
সৌরভে সৌন্দর্যে দিল মেলে,
.
পরশি বাগানেতে ছিলন এক সখী,
তার মত উঠেছিল বেড়ে দিবানিশি,
যৌবনে কুঁড়ি হয়ে প্রকাশিত হলে,
কোন এক প্রেত্মার আছর হয় যে তারপরে,
সহজ সরল হৃদয়ের পাইয়া,
সে উঠাইল নিজ ফায়দা,
ভাল লাগার নাম বলে,
মাটির জল যে নিল শুষে,
তৃষ্ণিত বক্ষে ছিল আহাজারি চিৎকার,
কভু দেয় না দোলা হৃদয় কর্ণে তার,
নিজ জীবন আলোকিত করতে,
সূর্যের আলো সে দিল ঢেকে,
সন্ত্রস্ত চোখে নেমে এলো তার আধার,
কেউ আসেনি তাকে একটু বাঁচাবার,
আনন্দ দেবার ছলে সে কেড়ে নিল বাতাস,
তাই আজ কুড়িতে হয়েছে তার সর্বনাশ।
EmoticonEmoticon