জীবনের গুরুত্ব যদি বুঝতে চাও, তাহলে কামারের অস্ত্র তৈরি করার নমুনা দেখো। সে একটি লোহার খণ্ডকে অাগুনের ভিতর দিয়ে উত্তপ্ত করে, হাতুড়ি দিয়ে খণ্ডটির এপিঠ ওপিঠ সজোরে অাঘাত করে। তারপর জলের ভিতর দিয়ে ঠাণ্ডা করে। পুনরায় তাকে অাগুনের ভিতর দিয়ে গরম করে, হাতুড়ি মেরে, জলের মধ্যে ঠাণ্ডা করে। পর্যায়ক্রমে চলতে থাকে। অবশেষে লোহার খণ্ডটি, ব্যবহার উপযোগী অস্ত্রে পরিণত হয়।
কেউ যদি তার নিজের জীবন গড়তে চায়, তাহলে কামার যেমন লোহার খণ্ডটিকে অস্ত্রে পরিণত করে, ঠিক তেমনিই সমস্ত অারাম অায়েশকে বিদায় জানিয়ে, জীবনের প্রতিটি ঘাত, প্রতিঘােত, অনুকূল, প্রতিকূলে, বিপদ, অাপদে, দুখ, দুর্দশায়, অবিচল, অনড় থেকে ও ধৈর্য্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করে, এমন জীবন সে গড়ে তলে, যা হয় শক্তিশালী, ঠিক যেন লৌহ মানব। কোনো কিছু তাকে কাটতে অাসলে, সেই তখন কেটে খানে খান হয়ে যায়।
EmoticonEmoticon